সূচকের সাথে বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৫ ১৫:২৪:১৪


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন টাকার পরিমাণে লেনদেনও আগের দিন থেকে বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ২০১৬ পয়েন্টে।

লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, দর কমেছে ১৬৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪২টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭১৮ কোটি ২৪ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৩৮ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৮০ কোটি টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮৪ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তীত রয়েছে ২৮টির দর। আজ সিএসইতে ২২ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস