
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮টি কোম্পানির সাড়ে ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৪৬ লাখ ৯৭ হাজার ৩১৬টি শেয়ার ১৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫৪ কোটি ৬৬ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। ব্যাংকটির ২৯ কোটি ৫৪ লাখ ৮ হাজার টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২২ কোটি ৩৫ লাখ ৬ হাজার টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।
এছাড়া এএফসি এগ্রোর ৬ লাখ ৫১ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৩৬ লাখ ৫০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১৮ লাখ ২৫ হাজার টাকার, অলিম্পিকের ২৮ লাখ ৮০ হাজার টাকার এবং সাইফ পাওয়ারটেকের ৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস