
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রোববার ফান্ডটির ইউনিট দর ছিল ৮.৩০ টাকায়। সোমবার লেনদেন শেষে এর ইউনিট দর দাঁড়ায় ৮.৯০ টাকায়। অর্থাৎ আজ আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ০.৬০ টাকা বা ৭.২২ শতাংশ বেড়েছে।
তালিকার শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের ৬.৭১ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৫.০৫ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৫.০৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৪.৫৭ শতাংশ, মুন্নু সিরামিকের ৪.০৮ শতাংশ, প্রাইম ব্যাংকের ৪.০২ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩.৯৭ শতাংশ এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৯৩ শতাংশ বেড়েছে।
সান বিডি/এসকেএস