
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ জমি বেচার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১৪৫.২৫ ডেসিমেল অব্যবহৃত ও অন্ননুত নিচু জমি বেচবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির এই জমি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত। কোম্পানিটি পরবর্তী নোটিসের মাধ্যমে জমি বিক্রির প্রক্রিয়া জানাবে।
প্রসঙ্গত, দ্বিতীয় প্রান্তিকে অলটেক্সের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৪ পয়সা । আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৮৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ১৮ শেষে একত্রিত করা আর্থিক প্রতিবেদনে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ১৪ পয়সা এবং ৩০ জুন, ১৮ শেষে কোম্পানির এনএভি ছিল ১৮ টাকা ১৪ পয়সা।
সান বিডি/এসকেএস