শিল্প কারখানার জন্য মাইক্রোসফট এনেছে হলোলেন্স ২

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৬ ১১:৫১:১৯


স্পেনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে মাইক্রোসফট তাদের দ্বিতীয় প্রজন্মের মিক্সড রিয়েলিটি হেডসেট হলোলেন্স ২ উন্মোচন করেছে। হেডসেটটি শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার করা যাবে।কোন কোন শিল্প খাতে এটি ব্যবহার করা হবে তার কয়েকটি নমুনা দেখিয়েছে মাইক্রোসফট। যন্ত্রপাতি মেরামতে, গাড়ি নির্মাণে ও চিকিৎসা খাতে ব্যবহার করা যাবে এই হেডসেট।হলোলেন্সের দুই গ্লাসে ২কে রেজুলেশন পাওয়া যাবে। এর আগে প্রথম প্রজন্মের হলোলেন্স বাজারে আনা হয় ২০১৬ সালে। ডিভাইসটির চেয়ে হলোগ্রাম ২ এর ফিল্ড অব ভিউ দ্বিগুণ। এতে আছে আই ট্র্যাকিং প্রযুক্তি। এর সাহায্য হলোলেন্সটি শনাক্ত করতে পারবে ঠিক কোথায় আপনি তাকাচ্ছেন।এতে রয়েছে কয়েকটি সেন্সর ও স্পিকার। ব্যবহারকারীর ১০ টি আঙ্গুল স্পর্শই বুঝতে পারবে এটি। তাই হাতের নড়াচড়াও নির্ভুলভাবে ট্র্যাক করতে পারবে। হেডসেটটিতে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। চার্জ করার জন্য এতে ইউএসবি সি পোর্টও রয়েছে।এর দাম ধরা হয়েছে ৩ হাজার ৫০০ ডলার। ইতোমধ্যে ডিভাইসটির প্রিঅর্ডার শুরু হয়েছে। কয়েক মাসের মধ্যে এটি বাজারে আনা হবে। ডিভাইসটি যুক্তরাষ্ট্র, জাপান, চীন, জার্মানি, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে মাইক্রোসফট।