
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়ামের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কোম্পানিটি বিপি মিডল ইস্ট এলএলসি এর সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুবাইভিত্তিক প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে ক্যাস্ট্রল ব্রান্ডের লুব্রিকেন্টস বাজারজাত করবে।
প্রসঙ্গত, মেঘনা পেট্রোলিয়ামের পরিচালনা পর্ষদ ৩০ জুন,২০১৮ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১১ টাকা ৭৭ পয়সা।
৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২৮ টাকা ৮২ পয়সা।
সান বিডি/এসকেএস