
নির্দিষ্ট সময়ের মধ্যে স্বতন্ত্র পরিচালকের পদ পূরণ না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে সর্তক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জে কমিশন (বিএসইসি)। মঙ্গলবার ৬৭৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স স্বতন্ত্র পরিচালকের শুন্য পদ নির্দিষ্ট সময়ের (৯০ দিন) মধ্যে পূরণ না করায় কর্পোরেট গর্ভন্যান্স কোড সংক্রান্ত কমিশনে নটিফিকেশন নং বিএসইসি /সিএমআরআরসিডি/২০০৬-১৫৮/২০৭/অ্যাডমিন/৮০ জুন ৩, ২০১৮-এর কন্ডিনেশন নং ১.(২)(ডি) ভঙ্গ করেছে।
সিকিউরিটিজ আইনসমূহ ভঙ্গ করায় কমিশন সভায় ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সকে সতর্ক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সান বিডি/এসকেএস