১০ লাখ টাকা জরিমানা পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালককে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৬ ১৭:২২:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালক মোনা গার্মেন্টস লি: কে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার অনুষ্ঠিত ৬৭৭তম কমিশন সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। কমিশনের মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারে মোনা গার্মেন্টসের বিনিয়োগ রয়েছে। আর এ কোম্পানির পক্ষ থেকে মনোনিত পরিচালক হিসেবে গোলাম ফাতেমা তাহেরা খানম পূরবী জেনারেলের পর্ষদে রয়েছেন। তিনি পূর্ব ঘোষণা না দিয়ে পূরবী জেনারেলের শেয়ার বিক্রি করে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছেন। তাই বিএসইসি মোনা গার্মেন্টসকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













