এমারেল্ড অয়েলের পরিচালক ও কর্মকর্তাদের বিও হিসাব জব্দ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৬ ১৭:২৬:২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের এমারেল্ড অয়েল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের স্পন্সর, পরিচালকদের সকল বেনেফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
শুধু পরিচালকরাই নয় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান ফিন্যান্সিয়াল কর্মকর্তা (সিএফও), কোম্পানি সচিব এবং হেড অড ইন্টার্নাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স এর সকল বিও হিসাব ব্যবহার বন্ধ করার (ফ্রিজ) নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ৬৭৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমারেল্ড অয়েল ইন্ডাষ্ট্রিজ তাদের ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের বার্ষিক হিসাব বিবরণী দাখিল করতে ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২ (৩ক) এর সুষ্পষ্ট লঙ্ঘন। যে কারণে কোম্পানিটির প্রত্যেক পরিচালককে ৫ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
তবে বিএসইসি কর্তৃক জরিমানা ও বিও হিসাব ফ্রিজ করার নির্দেশনার বাইরে থাকবেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













