তারেকের গ্রেপ্তারি পরোয়ানা আইনসিদ্ধ হয়নি

আপডেট: ২০১৫-১১-০৯ ২১:১৮:১০


repon_90143বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি  আইনসিদ্ধ হয়নি বলে দাবি করেছে দলটি। আজ সোমবার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই দাবি করেন।

জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি- এমন এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৯ অক্টোবর ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ তারেকের বিরুদ্ধে একটি নালিশি মামলা করেন।

রিপন বলেন, একটি রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে একটি নালিশি মামলায়  তারেক রহমানের বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় বিএনপি বিস্মিত। আইনের চোখে তিনি কোনোভাবেই পলাতক নন।

তারেক উন্নত চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে আদালতের অনুমতি নিয়ে লন্ডনে যান উল্লেখ করে রিপন বলেন, তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তিনি এখনো সেখানে চিকিৎসা নিচ্ছেন। এ কারণে দেশে তার বিরুদ্ধে উত্থাপিত কোনো অভিযোগের বিষয়ে তিনি সশরীরে আইনি মোকাবিলাও করতে পারছেন না। এ অবস্থায় তাকে পলাতক দেখিয়ে, তার বিরুদ্ধে মামলা পরিচালনা করে, একপর্যায়ে তাকে পলাতক ঘোষণা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাটা মোটেও আইনসিদ্ধ হয়নি।

রিপন বলেন, রাজনৈতিক নেতারা নানা প্রেক্ষাপটে নানা রাজনৈতিক বক্তব্য-বিবৃতি দিয়ে থাকেন। রাজনৈতিক নেতা-নেত্রীদের বক্তব্য-বিবৃতি আইন-আদালতে গড়ালে রাজনীতির প্রবাহ স্বাভাবিক থাকে না। বিএনপি মনে করে, তারেক রহমানের গত বছর লন্ডনে একটি বক্তৃতাকে কেন্দ্র করে যে মামলার উদ্ভব হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত ছিল। এর প্রতিক্রিয়া রাজনৈতিকভাবে আসা উচিত ছিল।

সানবিডি/ঢাকা/রাআ