বৃহস্পতিবার ব্যাংকিং সেবা বন্ধ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০২-২৬ ২০:২৮:২৯
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী বৃহস্পতিবার হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচন। নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সকল প্রকার ব্যাংকিং সেবা বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্বাচনের কারণে রাজধানীতে বৃহস্পতিবার বিশেষ ছুটি ঘোষণার পর ব্যাংকিং সেবা বন্ধের ঘোষণার বিষয়টি সানবিডিকে নিশ্চিত করেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম
সিরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার যেহেতু কেন্দ্রীয় ব্যাংক বন্ধ থাকবে, সেহেতু তার অধিনস্থ অন্যান্য ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ থাকাটা স্বাভাবিক বলে তিনি মনে করেন।
বাংলাদেশ ব্যাংকের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরই প্রেক্ষিতে ব্যাংক কর্মকর্তাদের ভোটাধিকার সুবিধার্থে সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ও সকল শাখা আগামী বৃহস্পতিবার বন্ধ থাকবে। তবে ছুটি আওতায় বহির্ভূত শাখাসমূহের ব্যাংকিং সকল প্রকার কার্যক্রম চালু থাকবে।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারী ডিএনসিসির নতুন মেয়র এবং দুই সিটির ৩৬টি নতুন ওয়ার্ডের কাউন্সিলরদের উপনির্বাচন হবে। উপনির্বাচন জয়ীরা এক বছরের জন্য নির্বাচিত হবেন। ডিএনসিসির মেয়াদ ২০২০ সালের ১৩ মে পর্যন্ত রয়েছে। মেয়র আনিসুল হকের মৃত্যুতে উত্তর সিটির মেয়র পদ শূন্য হয়।