সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় অবস্থান করছে বস্ত্র খাতের ২ কোম্পানি। কোম্পানি ২টি হচ্ছে- জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ এবং অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আলোচিত সপ্তাহে গেইনারে শীর্ষ স্থানে থাকা জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ কোম্পানির শেয়ারের দর বেড়েছে ১৩ দশমিক ৩৩ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ১ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৬৬৭ টাকার শেয়ার। পুরোসপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৯৭ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গেইনারের দ্বিতীয় স্থানে ছিল অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১৩ দশমিক ০৮ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ৩৩৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরোসপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ৪৮ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ল্যাম্পসের ৯ দশমিক ৪৯ শতাংশ, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির ৮ দশমিক ২৫ শতাংশ, বঙ্গজের ৮ দশমিক ১৪ শতাংশ, বিএসআরএম স্টিল লিমিটেডের ৭ দশমিক ৫০ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৯৪ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেডের ৬ দশমিক ০৯ শতাংশ, ইবনে সিনার ৫ দশমিক ৬৭ শতাংশ এবং বিডি ফাইন্যান্সের ৫ দশমিক ৫৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।