নিউ লাইনের আইপিও আবেদনের সময় বৃদ্ধি!

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০২-২৭ ১২:২৫:১৫


পুঁজিবাজার থেকে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে টাকা উত্তোলনের অনুমোদন পাওয়া নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আইপিও আবেদন শেষ হবে রোববার (৩ মার্চ)। এর আগে আবেদন গ্রহনের শেষ সময় ছিলো ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। আবেদন গ্রহন শুরু হয় ১৮ ফেব্রুয়ারি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচন উপলক্ষে ভোটের দিন বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ওই দিন পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। যার কারণে নিউ লাইনের আইপিও আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে।

তবে সব কিছু নির্ভর করছে বিএসইসির অনুমোদনের অপেক্ষায়।বিএসইসি এতে সম্মতি এবং তার অনুমোদন সপেক্ষে সময় বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, নিউ লাইন ক্লোথিংস আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা ইস্যু মূল্যের ৩ কোটি সাধারণ শেয়ার আইপিও এর মাধ্যমে ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত ৩০ কোটি টাকা দিয়ে যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং কারখানা ভবন সম্প্রসারণ, মেয়াদী ঋণ পরিশোধ এবং আইপিও বাবদ খরচ করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুন:মূল্যায়নসহ প্রকৃত সম্পদ মূল্য(এনএভি) হয়েছে ৩১.৬৩ টাকা। আর সম্পদ পুন:মূল্যায়ন ছাড়া এনএভি হয়েছে ২০.৫২ টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৫

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড।

সান বিডি/এসকেএস