বাণিজ্যযুদ্ধের ইতি, চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি বাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৭ ১২:২৯:২৬


বাণিজ্যযুদ্ধের জের ধরে গত বছরের শেষ দিকে এসে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি উল্লেখযোগ্য পরিমাণ কমিয়ে দিয়েছিল চীন। তবে চলতি বছরের শুরুতে দেশটি মার্কিন সয়াবিন আমদানি আগের তুলনায় বাড়িয়েছে। গত জানুয়ারিতে চীনের বাজারে যুক্তরাষ্ট্র থেকে ডিসেম্বরের তুলনায় প্রায় দ্বিগুণ সয়াবিন আমদানি করা হয়েছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও এগ্রিমানি।

চীনের সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে চীনা আমদানিকারকরা সব মিলিয়ে ১ লাখ ৩৫ হাজার ৮১৪ টন সয়াবিন আমদানি করেছে, যা আগের মাসের তুলনায় ৯৫ শতাংশ বেশি। ২০১৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র থেকে চীনে সাকল্যে ৬৯ হাজার ২৯৮ টন সয়াবিন আমদানি হয়েছিল। তবে আগের মাসের তুলনায় দ্বিগুণ বাড়লেও ২০১৮ সালের একই মাসের তুলনায় গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে চীনে কৃষিপণ্যটির আমদানি ৯৯ দশমিক ৭ শতাংশ কমেছে। ২০১৮ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে চীনে মোট ৫৮ লাখ ২০ হাজার টন সয়াবিন আমদানি হয়েছিল।

বাণিজ্যযুদ্ধ শুরু হলে মার্কিন সয়াবিন আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করে বেইজিং। ফলে চীনা আমদানিকারকরা যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্যটির আমদানি কমিয়ে দেন। বিকল্প বাজার হিসেবে তারা বেছে নেন ব্রাজিলকে। এখন বাণিজ্যযুদ্ধের রাশ টানতে আলোচনা চলমান থাকায় যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি বাড়াতে শুরু করেছে চীন।