এলপিজি গ্যাসের দাম কমালো ওমেরা গ্যাস ওয়ান

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০২-২৭ ২০:৫০:১২


ক্রেতাদের এলপিজি গ্যাস ব্যবহারে উৎসাহী করতে ৫০ টাকা থেকে কমিয়ে ৪২ টাকা দরে প্রতি লিটার এলপিজি গ্যাস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ওমেরা গ্যাস ওয়ান লিমিটেড। এই সিদ্ধান্ত আগামী পহেলা মার্চ থেকে কার্যকর করা হবে। ওই দিন থেকে ওমেরার সকল বিক্রয় কেন্দ্রে এই দামে গ্যাস পাওয়া যাবে।

আজ ২৭ ফেব্রুয়ারী রাজধানীর গুলশানের ইস্ট কোস্ট সেন্টারে এই বিষয়টি তুলে ধরেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক কামাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির  ইস্ট কোস্ট গ্রুপের পরিচালক তানভীর আজম চৌধুরী, সিইও  তোশিয়োকি শিমবরিসহ অন্যান্য কর্মকর্তারা।

কামাল হোসাইন বলেন,পরিবহনে অটো গ্যাস ব্যবহারে ক্রেতাদের সচেতন করে তোলা। অন্যদিকে আন্তর্জাতিক মান ধরে রেখে কম দামে গ্রাহকদের কাছে পণ্য পৌছানের জন্য বদ্ধ পরিকর ওমেরা।

তিনি বলেন, দেশব্যাপী ৫০ টির ও বেশি স্টেশন নির্মাণ এবং ২৪ ঘন্টা সার্ভিস দিতে প্রস্তুতি নিচ্ছি আমরা। অটো গ্যাস ব্যবহারে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখার কথা জানান তিনি।

প্রসঙ্গত, ক্রেতা আকর্ষনের পাশাপাশি লজিস্টিক ও ডিস্ট্রিবিউশন সাপোর্ট বাবদ খরচের পরিমাণ কমে আসায় এ সিদ্ধান্ত নিয়েছে জাপানের সাথে যৌথভাবে ব্যবসাকারী ওমেরা লিমিটেড।

সান বিডি/রাশেদ