
সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৯ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪০৮ বারে ৮ লাখ ৬ হাজার ৩৮৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৬ শতাংশ বা ৬০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩৪৬ বারে ৬ লাখ ৩১ হাজার ৭৩৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৯ লাখ ৬০ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে ঝিল বাংলা সুগার মিলস। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৬ শতাংশ বা ২ টাকা ৭০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১৬ বারে ২ হাজার ৩০৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার মিলস, সায়হাম টেক্স, ইউনাইটেড ফিন্যান্স, ভিএফএস থ্রেড, নিটল ইন্স্যুরেন্স ও রুপালী ব্যাংক।
সান বিডি/এসকেএস