ওয়াটা কেমিক্যালের উৎপাদন ক্ষমতা বাড়ছে ১৬৭ শতাংশ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০২-২৮ ১২:২৩:১১
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ওয়াটা কেমিক্যাল লিমিটেডের দ্বিতীয় ইউনিটের বানিজ্যিক উৎপাদন শুরু হবে আগামী ২ মার্চ। উৎপাদন শুরু হলে কোম্পানির ক্ষমতা বাড়বে ১৬৭ শতাংশ।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে। গতকাল বুধবার কোম্পানির পরিচালনা পরিষদ দ্বিতীয় ইউনিটটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন এ ইউনিটটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩০ হাজার মেট্রিকটন। পূর্বেরটির উৎপাদন ক্ষমতা ছিল ১৮ হাজার মেট্রিকটন। নতুন ইউনিটের ফলে কোম্পানিটি মোট ৪৮ হাজার মেট্রিকটন এসিট উৎপাদন করতে পারবে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













