সাপ্তাহিক শেয়ার দরপতনের শীর্ষে এমারেল্ড অয়েল
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০২-২৮ ১৫:৫১:২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ২৯ দশমিক ৬১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির এক কোটি ৫২ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ৬ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে ইমাম বাটন লিমিটেড। এ কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৭.০৫ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ১৫ দশমিক ২১ শতাংশ। গড়ে প্রতিদিন প্রায় ৫ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ২৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার মিলস, ইউনাইটেড ফিন্যান্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স, বিচ হ্যাচারি, বেক্সিমকো সিনথেটিকস ও লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












