মুক্তির অপেক্ষায় শর্টফিল্ম `ফিরে আসা’
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৩-০১ ১২:৪৬:২৩
এক সংগ্রামী মা আর এক মাদকাসক্ত ছেলের জীবনে, ফিরে আসার গল্প তরুণ নির্মাতা এইচ এম সৌরভের পরিচালনায় মাদক বিরোধী শর্টফিল্ম `ফিরে আসা’ মুক্তির অপেক্ষায়।
ফিল্ম সম্পর্কে পরিচালক জানান,এ গল্পের প্রতিটি চরিত্র নিয়ে কাজ করা আমার জন্য চ্যালেন্জিং ছিল । এখানে যারা অভিনয় করেছে তারা সকলেই নতুন। ফিল্মটিতে পুলিশের চরিত্রে যারা অভিনয় করেছেন তারা সকলে মেট্রোপলিটন পুলিশে কর্মরত রয়েছেন। এবংঅন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছে তারা সকলেই ইন্সটিটিউট টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (আইটিভেট) এর শিক্ষার্থী বৃন্দ ।
ঢাকার বিভিন্ন স্থানসহ গাজিপুরের আহসানিয়া মিশনের মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র (আমেক) এ এর দৃশ্য ধারন করা হয়েছে।
এখানে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, শামিমা আখতার খান রুনি, আমিনুল ইসলাম হৃদয়, আতিয়া সুহা, মাহাদি হাসান, শান্ত প্রমুখ।
ফিল্মের গানে কণ্ঠ দিয়েছেন, শিমুল আলম ভুইয়া ও মিউজিক কম্পোজ করেছেন, রোজেন।
সংব্রিতা ফিল্মসের পরিবেশনায় ও আইটিভেটের শিক্ষক শামিমা আখতার খান রুনির প্রযোজনায় ফিল্মটি নির্মিত।
প্রযোজক বলেন, আমদের ফিল্মটি একটি বিশেষ দিনে বড় আকারে রিলিজ দেয়ার পরিকল্পনা রয়েছে। এবং আমরা ফিল্মটি নিয়ে খুবই আশাবাদী।
ফিল্মটির পৃষ্ঠপোষকতায় ছিলেন, ঢাকা আহসানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের প্রধান ইকবাল মাসুদ।
উল্লেখ্য, এইচ এম সৌরভের পরিচালনায় একাধিক শর্টফিল্ম এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে ।