রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এক এএসআই মো. শফিকুল ইসলাম (২৯) নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এএসআই মো. শফিকুল বিমানবন্দর এলাকায় এলাকায় কর্মরত ছিলেন বলে জানায় পুলিশ।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানিয়েছেন, শফিক সায়েদাবাদ-গাজীপুর পথে চলাচলকারী ‘বলাকা পরিবহনের’ একটি বাসের পেছনের আসনে বসা ছিলেন। বাসটি বিমানবন্দর গোলচত্বরের সামনে যাত্রী তোলার সময় পেছন থেকে সুপ্রভাত পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে শফিকসহ কয়েকজন যাত্রী আহত হন।
শফিককে উত্তর-১ নম্বর সেক্টরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর চিকিৎসক জানান তিনি মারা গেছেন।