
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৩ দশমিক ৫৭ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির ৭৭ লাখ ৫২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৪ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩১ লাখ ৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৭ কোটি ২৬ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৩২ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২ কোটি ১১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মাসিটিক্যালস, ফরচুন সুজ, খুলনা পাওয়ার কোম্পানি, লিগ্যাসি ফুটওয়্যার, গ্রামীণফোন, ব্রাংক ব্যাংক ও সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটে।
সান বিডি/এসকেএস