
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানির ১৫৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫০ কোটি টাকা বা ৪৮ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে কোম্পানিগুলোর ১৫৫ কোটি ৬৪ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫০ কেটি ৪৫ লাখ ৭৪ হাজার টাকা বা ৪৭.৯৬ শতাংশ বেশি। আগের সপ্তাহে ব্লক মার্কেটে ১০৫ কোটি ১৮ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। কোম্পানিটির ৪৭ কোটি ১২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ কোটি ১৫ লাখ ৮৪ হাজার টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ২২ কোটি ৯৭ লাখ ১৩ হাজার টাকার লেনদেন হয়েছে ডরিন পাওয়ারের।
এছাড়া কনফিডেন্স সিমেন্টের ৮৩ লাখ টাকার, ঢাকা ব্যাংকের ২১ লাখ ৩৬ হাজার টাকার, ইফাদ অটোসের ৬২ লাখ ৪০ হাজার টাকার, লিনডে বিডির ১৮ লাখ ৩৭ হাজার টাকার, নাভানা সিএনজির ৮৬ লাখ ২ হাজার টাকার, রেকিট বেনকিজারের ৪২ লাখ ৯৫ হাজার টাকার, রেনউইক যজ্ঞেশ্বরের ৮৬ লাখ ১৫ হাজার টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৮৫ লাখ ৮০ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১৮ লাখ ৪০ হাজার টাকার, আইপিডিসির ১৭ কোটি ১ লাখ ২৯ হাজার টাকার, বিডিকমের ১৩ রাখ ৮৩ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৯ লাখ ৫২ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকার, রূপালী ব্যাংকের ১০ লাখ টাকার, সায়হাম কটনের ৩৯ লাখ ৫৬ হাজার টাকার, শাশা ডেনিমসের ৪০ লাখ টাকার, সিমটেক্সের ৩ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার টাকার, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৯৯ লাখ ৫৭ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৯ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ২ কোটি ৪২ লাখ ৫৩ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১ কোটি ৯৪ লাখ টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৭৬ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৮ লাখ ১৫ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ লাখ ২০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৬ লাখ ৬ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার টাকার, এএফসি এগ্রোর ৬ লাখ ৫১ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৬৫ লাখ ৭০ হাজার টাকার, অলিম্পিকের ১ কোটি ৮০ লাখ টাকার, সাইফ পাওয়ারটেকের ৮ লাখ ১৬ হাজার টাকার, এসিআইয়ের ২৬ লাখ ৫৮ হাজার টাকার এবং বঙ্গজের ৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস