
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির পরিচালনা পর্ষদ বিদায়ী সপ্তাহে ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৪টি হলো : ইউনাইটেড ফাইন্যান্স, গ্লাক্স্যোস্মিথক্লাইন, লাফার্জহোলসিম এবং সিঙ্গার বিডি।
কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ফাইন্যান্স ১০ শতাংশ নগদ, গ্লাক্স্যোস্মিথক্লাইন ৫৩০ শতাংশ নগদ, লাফার্জহোলসিম ১০ শতাংশ নগদ এবং সিঙ্গার বিডি ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৮ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৬৭ টাকায়; গ্লাক্স্যোস্মিথক্লাইনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫২.৭৫ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৪.১১ টাকায়; লাফার্জহোলসিমের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৬ টাকা ও শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৪১ টাকায় এবং সিঙ্গার বিডির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১১.৯৬ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.১৩ টাকায়।
কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা আহবান করা হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড পাওয়ারের এজিএম ২৪ এপ্রিল, গ্লাক্স্যোস্মিথক্লাইনের এজিএম ২৫ এপ্রিল, লাফার্জহোলসিমের এজিএম ১৬ মে এবং সিঙ্গার বিডির এজিএম ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলো ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করেছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ফাইন্যান্সের রেকর্ড ডেট ১৮ মার্চ, গ্লাক্স্যোস্মিথক্লাইনের রেকর্ড ডেট ২১ মার্চ, লাফার্জহোলসিমের রেকর্ড ডেট ২৪ মার্চ এবং সিঙ্গার বিডির রেকর্ড ডেট ২৪ মার্চ নির্ধারণ করা হয়েছে।
সান বিডি/এসকেএস