২৯ কোটি টাকা বিনিয়োগ করবে ম্যারিকো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৩ ১০:৪৩:০৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশের পরিচালনা পর্ষদ ২৯ কোটি ৪০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি মৌচাক এবং সিরিচালা কারখানায় উৎপাদন বাড়াতে এই টাকা বিনিয়োগ করবে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪১ টাকা ৩৮ পয়সা।
এদিকে শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর,১৮) কোম্পানির সমন্বিত ইপিএস ১৬ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময় ছিল ১১ টাকা ১৮ পয়সা।
৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৬ টাকা ৭৭ পয়সা।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













