চমকে দেবে অ্যাপলের পরবর্তী ডিভাইস
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-০৩ ১১:২৭:৫০

অ্যাপলের পরবর্তী ডিভাইসগুলোর ব্যাপারে হালকা আভাস দিয়েছেন অ্যাপল প্রধান টিম কুক।বিনিয়োগকারীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি বলেছেন, অ্যাপল এখন বীজ বপন করছে। আগামীতে যে পণ্য তারা আনবে সেগুলো সবাইকে চমকে দেবে। অ্যাপল যেভাবে অগ্রসর হচ্ছে তাতে তিনি বেশ আশাবাদী।অ্যাপলের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। চলতি মাসের ২৫ তারিখ এক ইভেন্টে অ্যাপল বেশ কিছু পণ্যের ঘোষণা দেবে। এ বিষয়ে কুক বিস্তারিত কিছু জানাননি। তবে গুঞ্জন আছে, স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিতব্য সেই ইভেন্টে এয়ারপড ২, আইপ্যাড মিনি ৫ ও এয়ারপাওয়ার আনবে অ্যাপল। এর পাশাপাশি নিউজ সাবস্ক্রপশন ও অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুরও ঘোষণা দেবে অ্যাপল।বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী ২৯ মার্চ থেকে বাজারে পাওয়া যেতে পারে আইপড ২। এতে থাকবে আরও উন্নত ব্লুটুথ কানেক্টিভিটি, কিউআই চার্জিং কেস ও ভয়েস কমান্ড সুবিধা।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












