
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর ৩১ ডিসেম্বরে হিসাব বছর শেষ হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, যেসব কোম্পানির পর্ষদ সভা করবে সেগুলোর মধ্যে লিন্ডে বাংলাদেশ লিমিটেড আগামী ৪ মার্চ দুপুর ২টা ৩১ মিনেটে এবং একই দিন প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিট্ডে বিকাল সাড়ে ৩টায় সভা করবে।
উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড আগামী ৬ মার্চ বিকাল সাড়ে ৩টায় পর্ষদ সভা করবে।
কোম্পানিগুলোর সভায় ৩১ ডিসেম্বর,১৮ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষনার সম্ভাবনা আছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
সান বিডি/এসকেএস