সার্কিট ব্রেকার ছাড়া লেনদেন করছে ৩ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৩-০৩ ১২:০৩:২২


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি। কোম্পানিগুলো হলো: লাফার্জহোলসিম, সিঙ্গার বিডি এবং ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড:

কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.৯৬ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯.৭৯ টাকা।

একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩০.১৩ টাকা। শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬.০৬ টাকা ঋণাত্মক। ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৩ এপ্রিল, সকাল সাড়ে ১০টায় সিঙ্গার ফ্যাক্টরি, সাভার, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ মার্চ।

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড:

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরে জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০.১৮ টাকা। যা আগের বছর একই সময় ইউনিট প্রতি আয় ছিল ১.২৫ টাকা। এছাড়া আলোচিত সময় ফান্ডটির ইউনিট প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ০.১২ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.২০ টাকা। এদিকে বাজার মূল্য অনুযায়ী ইউনিট প্র‌তি সম্পদ মূল্য হয়েছে ১০.৭৮ টাকা। আর ক্রয় মূল্য অনুযায়ী ইউনিট প্র‌তি সম্পদ মূল্য হয়েছে ১১.৮৯ টাকা।

ফান্ডটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৪ মার্চ নির্ধারণ করা হয়েছে।

লাফার্জ হোল‌সিম বাংলাদেশ লিমিটেড:

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডি‌ভিডেন্ড দেওয়ার জন্য সুপা‌রিশ করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পা‌নির শেয়ার প্র‌তি আয় (ই‌পিএস) হয়েছে ০.৭৩ টাকা, শেয়ার প্র‌তি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনও‌সিএফ‌পিএস) ০.৭৫ টাকা এবং শেয়ার প্র‌তি সম্পদ মূল্য (এনএ‌ভি‌পিএস) ১১.৮৯ টাকা। কোম্পা‌নির বা‌র্ষিক সাধারণ সভা (এ‌জিএম) আগামী ১৬ মে, সকাল ১১টায় অনু‌ষ্ঠিত হবে। ডি‌ভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৪ মার্চ নির্ধারণ করা হয়েছে।

সান বিডি/এসকেএস