ডমিনোজ পিজ্জার গ্র্যান্ড ওপেনিং ১৫ মার্চ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৩ ১১:৪৯:৪০


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের সহযোগী কোম্পানি জুবিলিয়ান্ট ফুডওয়ার্কস ডোমিনোজ পিজ্জার পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। কোম্পানিটি আগামী ১৫ মার্চ ডোমিনোজ পিজ্জার গ্রান্ড ওপেনিং করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি জুবিলেন্ট ফুডওয়ার্কস ডোমিনোজ পিজ্জার পরীক্ষামূলক উৎপাদন শুরু করে।

এর আগে ২০১৮ সালের ৭ মার্চ গোল্ডেন হার্ভেস্ট ডিএসইরে ওয়েবসাইটে ডোমিনোজ পিজ্জা উৎপাদনের খবর জানিয়েছিল।

প্রসঙ্গত, দ্বিতীয় প্রান্তিকে গোল্ডেন হার্ভেস্টের শেয়ার প্রতি আয় হয়েছে  ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৮৩ পয়সা।

আর শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর,১৮) কোম্পানির ইপিএস হয়েছে  ৩০ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২৮ পয়সা।

৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ১৮ পয়সা

সান বিডি/এসকেএস