সূচক বাড়লেও কমেছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৩ ১৫:১৬:৪২


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। ২ কার্যদিবস পর উত্থানে ফিরলো বাজার। এদিন ডিএসই লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগের শেয়ার ও ইউনিট দর কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেনও।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, দর কমেছে ১৫৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৮টির।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ২৭ লাখ টাকার। যা আগের দিন থেকে ২৭ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৮৯ কোটি টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৭ পয়েন্ট বেড় দাঁড়িয়েছে ১৭ হাজার ৫০০ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তীত রয়েছে ৪৩টির দর। আজ সিএসইতে ৪৯ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস