দীর্ঘমেয়াদে টিকে থাকতেই পুঁজিবাজারে তালিকাভুক্তির সিদ্ধান্ত নিয়েছে রানার অটোমোবাইল লিমিটেড। এজন্যই কোম্পানিটি পুঁজিবাজারে আসছে। বিশ্বের যত নামি দামী কোম্পানি দীর্ঘ মেয়াদে যারা টিকে আছে তারা এই প্রক্রিয়াই টিকে আছে।
সোমবার রানার অটোমোবাইলসের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন।
কোম্পানির সচিব মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক, কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা নজরুল ইসলাম, ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠানে আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান, রেজিস্টার টু দ্যা ইস্যুর ব্যবস্থাপনা পরিচালক হাসান জাবেদ চৌধুরীসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে কোম্পানির ভাইচ চেয়ারম্যান আরও বলেন, আপনাদের কাছ থেকে আমরা যে টাকা নিয়েছি তা সঠিকভাবে ব্যবহার করার বদ্ধ পরিকর আমরা। এর মাধ্যমে কোম্পানির আয় বৃদ্ধি করে আপনাদের সেই আয়ের অংশিদার আমরা করতে চাই। একই সাথে পণ্যের গুণগত মান ধরে রেখে এগিয়ে যেতে চায় রানার অটোমোবাইল।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক বলেন, আপনারা আমাদের উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন আগামী দিনে আমাদের পথচলায় তা আমাদের উৎসাহ করবে। দেশের গন্ডি পেরিয়ে আমরা বিদেশে পণ্য রপ্তানি করতে চাই।
সান বিডি/এসকেএস