কারখানা বন্ধ থাকায় পরিদর্শন করতে পারেনি ডিএসই
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৪ ১৪:০০:০২

কারখানা এবং প্রধান কার্যালয় বন্ধ থাকার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শক দল দুই কোম্পানি পরিদর্শন করতে পারেনি।
কোম্পানিগুলো হলো: তুংহাই নিটিং এবং সিএনএ টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তুংহাই নিটিং এবং সিএনএ টেক্সটাইলের উৎপাদন বন্ধ রয়েছে। এমনকি তাদের প্রধান কার্যালয় বন্ধ পাওয়া যায়। আর এ কারণে ডিএসই’র পরিদর্শক দল পরিদর্শন করতে পারেনি।
অভিযোগ রয়েছে মালিকপক্ষের দ্বন্দ্বের জেরে এই দুই কোম্পানির উৎপাদন এবং ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে। তাছাড়া তাদের প্রান্তিক আর্থিক প্রতিবেদনও প্রকাশ হচ্ছে না। এই কোম্পানি দুটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













