
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আরএকে সিরামিকস।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১১ দশমিক ২৭ শতাংশ বা ৪ টাকা ৭০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৪২ বারে ২ লাখ ৪৩ হাজার ১০৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯০ লাখ ১৩ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিকস। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৯ শতাংশ বা ৩১ টাকা ৩০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪১০ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৯ হাজার ৯৯৩ বারে ২১ লাখ ৮৮ হাজার ৩৫৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯০ কোটি ৮১ লাখ ৭৭ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৯ শতাংশ বা ৬০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৬৯ বারে ৬১ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ ৪৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- ফার্স্ট ফিন্যান্স, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট, সি এন্ড এ টেক্সটাইলস, মুন্নু স্ট্যাফলার্স, তু হাই, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও ইস্টার্ন হাউজিং।
সান বিডি/এসকেএস