
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এনসিসি ব্যাংক ব্যাসেল-৩ এর টায়ার-২ শর্তসাপেক্ষে কোম্পানির মূলধন সহয়তার জন্য তহবিল বাড়াতে বন্ড ইস্যু করবে। কোম্পানিটি বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে।
প্রসঙ্গত, কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। এর আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৫৩ পয়সা।
আর ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,১৮) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। এর আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ৩৩ পয়সা।
সান বিডি/এসকেএস