
চলতি বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে দেশের পুঁজিবাজারে নিট বিদেশী বিনিয়োগ বেড়েছে। এর পরিমাণ প্রায় ৩২৩ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকা।
ডিএসই সূত্র মতে, সদ্য সমপ্ত হওয়া মাসে বিদেশিরা ৫৮৭ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার কিনেছেন। আর এর বিপরীতে শেয়ার বিক্রি করেছেন ২৬৩ কোটি ৯৭ লাখ টাকা। সেই হিসাবে আলোচ্য সময়ে নিট বিনিয়োগ বেড়েছে ৩২৩ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকা।
আলোচ্য মাসে বিদেশিদের পোর্টফোলিওতে মোট ৮৫১ কোটি ১২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছেন। যা এর আগের মাসে লেনদেন ছিল ৮১৫ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা। সেই হিসাবে লেনদেনের পরিমাণ বেড়েছে ৩৬ কোটি টাকা।
গত জানুয়ারি মাসে বিদেশি নিট বিনিয়োগ বেড়েছিল ১৭৫ কোটি ২৯ লাখ টাকা। ওই মাসে বিদেশিরা ৪৯৫ কোটি ১৯ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার কিনেছিলেন। আর এর বিপরীতে শেয়ার বিক্রি করেন ৩১৯ কোটি ৯০ লাখ ৯৫ হাজার টাকা।
তবে এর আগের ৩ মাস বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ ধারাবাহিকভাবে কমতে ছিল। টানা ৩ মাসে বিদেশিরা তাদের পোর্টফোলিও থেকে ৩২৫ কোটি ৩১ লাখ ৫৪ হাজার টাকা প্রত্যাহার করেছিলেন। এর মধ্যে অক্টোবর মাসে ২০১ কোটি ২৮ লাখ, নভেম্বরে ২২ কোটি ৫০ লাখ এবং ১০১ কোটি ৫৩ লাখ টাকা নিট বিনিয়োগ প্রত্যাহার হয়।