মুন্নু জুটের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৫ ১৩:১৫:৪৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু জুট স্ট্যাফলার্সের কর্পোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৯২ হাজার ৫০০ শেয়ার বিক্রির ঘোষণা নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মুন্নু ওয়েলফেয়ারের কাছে কোম্পানির মোট  ৬  লাখ  ৭৯ হাজার ২১৪টি শেয়ার আছে। এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে বেচা যাবে।

উল্লেখ্য, মুন্নু জুটের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে ৫৪.৬৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক পরিচালকের কাছে ৪.৫৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের দশমিক ০.০১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪০.৭১ শতাংশ শেয়ার আছে।

সান বিডি/এসকেএস