ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৫ ১৫:০৪:০৮


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দিনভর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগের শেয়ার ও ইউনিট দর কমেছে। টাকার পরিমাণে লেনদেনও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক  ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৯৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, দর কমেছে ১৯১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৭৫ কোটি ১৮ লাখ টাকার। যা আগের দিন থেকে ১০৭ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৮২ কোটি টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯৬ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬১টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। সিএসইতে ১৯ কোটি ৫৪লাখ টাকার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস