এবি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৫ ১৬:২১:৩২


পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৬৭৮তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির ফুল্লি রিডাম্বেল নন-কনভার্টেবল ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ৭ বছর মেয়াদী এ বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভার্টেবল, ফুল্লি রিডাম্বেল, আনসিকিউর্ড, আনলিস্টেড সাবঅর্ডিনেটেড বন্ড।

৭ বছরে পূর্ণ অবসায়ন হবে বন্ডটি যা বিভিন্ন প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এবি ব্যাংক লিমিটেড কোম্পানির টায়ার-II ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

বন্ডটির ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে যথাক্রমে এমটিবি ক্যাপিটাল এবং আরএসএ ক্যাপিটাল লিমিটেড।

সান বিডি/এসকেএস