রাজধানীর উত্তরা থেকে জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশ-জেএমবি সদস্য সন্দেহে ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আটকদের কাছ থেকে বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে ডিবি।
তিনি জানান, অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে ‘জিহাদি বই’, বিস্ফোরক, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সানবিডি/ঢাকা/এসএস
তবে পুলিশের এই কর্মকর্তা তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় বিষয়ে বিস্তারিত জানাননি।
মুনতাসিরুল ইসলাম জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, দুপুরে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।