মাইডাসে নতুন ২ মহাব্যবস্থাপকের যোগদান
প্রকাশ: ২০১৫-১১-১০ ১২:২৩:৪০
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের নতুন ২জন মহাব্যবস্থাপক হিসেবে সম্প্রতি যোগদান করেছেন। এর মধ্যে অপারেশনস বিভাগের মহাব্যবস্থাপক পদে আনিসুল কবির ও বিজনেস ডেভেলপমেন্টের মহাব্যবস্থাপক পদে মোহাম্মদ মনিরুল ইসলাম যোগদান করেছেন।
আনিসুল কবির মাইডাসে যোগদানের আগে শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেডের বিভিন্ন পদে ১৫ বছর কর্মরত ছিলেন। তন্মধ্যে ৪ বছর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি এবি ব্যাংক লিমিটেড এ তাঁর কর্মজীবন শুরু করেন এবং ৮ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করে পরবর্তীতে প্রাইম ব্যাংক লিমিটেড এ যোগদান করেন। কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
অপরদিকে মোহাম্মদ মনিরুল ইসলাম মাইডাসে যোগদানের আগে সিনিয়র এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এ কর্মরত ছিলেন।
ইসলাম অগ্রণী ব্যাংক লিমিটেড এ তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি লঙ্কা- বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইউনিয়ন ক্যাপিট্যাল লিমিটেড এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এ বিভিন্ন গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি বানারাস হিন্দু বিশ্ববিদ্যালয়, ভারত থেকে ভারত সরকারের বৃত্তি নিয়ে যথাক্রমে অর্থনীতি এবং ব্যাবসা প্রশাসনে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
সানবিডি/ঢাকা/এসএস