যুক্তরাষ্ট্রের প্রাক্সএয়ারকে একীভূত করেছে লিনডে

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৬ ১৩:১৫:৩৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত লিনডে বাংলাদেশ লিমিটেডের প্রধান শেয়ারহোল্ডার জার্মানির লিনডে এজি যুক্তরাষ্ট্রের জায়ান্ট গ্যাস ব্যবসায়ী প্রাক্সএয়ার ইনকরপোরেশনের সঙ্গে মার্জার (একীভূত) হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই মার্জার ৩১অক্টোবর ২০১৮ থেকে কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন গত ১ মার্চ এই নির্দেশনা জারি করেছে।

সান বিডি/এসকেএস