শেয়ার দর পতনের শীর্ষে সাভার রিফ্র্যাক্টরিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৬ ১৬:১৫:২৮

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৪ শতাংশ বা ৯ টাকা ৫০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ৮৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১২১ বারে ৫ হাজার ৩৩৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ ৬৪ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় থাকা মেঘনা পিইটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৫ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭৭ বারে ৩৬ হাজার ৩৩৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ ২২ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪৩ শতাংশ বা ১ টাকা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৬২ বারে ২২ হাজার ১৪২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ ৮৮ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- ইমাম বাটন, প্রিমিয়ার ব্যাংক, নর্দার্ন ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, জুট স্পিনার্স, মোজাফ্ফর হোসাইন স্পিনিং ও তাল্লু স্পিনিং।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












