ব্লক মার্কেটে লেনদেন ১১ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৬ ১৬:২৬:১৩

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮ কোম্পানির লেনদেন হয়েছে ১১ কোটি ৭৬ লাখ টাকার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২২ লাখ ৪৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ১৫ লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। কোম্পানির ২ লাখ ২৬ হাজার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য এক কোটি ৮৮ লাখ টাকা।
ন্যাশনাল পলিমার ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ২ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য এক কোটি ৮৬ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দেশ গার্মেন্টস, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, ন্যাশনাল পলিমার, সিঙ্গারবিডি ও সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












