রোববার স্পট মার্কেটে যাচ্ছে আইডিএলসি ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৭ ১১:৩৩:১২


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স আগামী রোববার ১০ মার্চ স্পট মার্কেটে যাচ্ছে। লেনদেন চলবে আগামী ১১ মার্চ, সোমবার পর্যন্ত।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, এই কোম্পানির এজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ, মঙ্গলবার। আর রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানির লেনদেন স্থগিত থাকবে।

৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

সান বিডি/এসকেএস