লিন্ডে এজি ও প্রেক্সএয়ার একীভূত
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৭ ১৩:২৬:২২

জার্মানির লিন্ডে এজি এবং যুক্তরাষ্ট্রের প্রেক্সএয়ার ইনকরপোরেশন একীভূত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, লিন্ডে এজি ও প্রেক্সএয়ার একত্রে ব্যবসা করার জন্য চুক্তি করে যা ২০১৭ সালের ৫ জুন এ সংক্রান্ত বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। উভয় কোম্পানির বিজনেস কম্বিনেশন এগ্রিমেন্ট অনুযায়ী, লিন্ডে এজি’র বেশিরভাগ শেয়ারহোল্ডার (হোল্ডিং কোম্পানি) তাদের ব্যবসা প্রেক্সএয়ারের সঙ্গে একীভূত করে যা কার্যক্রম ২০১৮ সালের ৩১ অক্টোবর থেকে শুরু হয়। তবে পুরো প্রক্রিয়া বাস্তবায়নের জন্য ইউএস ফেডারেল ট্রেড কমিশন গত ১ মার্চ নির্দেশনা জারি করে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













