গত বছরে ভারতের চা উৎপাদন খাতে প্রবৃদ্ধি বজায় ছিল। তবে ২০১৯ সালে চা উৎপাদন খাতে বড় ধরণের পতন হয়েছে ভারতের। এই সময়ে পানীয় পণ্যটির উৎপাদন গত বছরের তুলনায় ৩৭ লাখ কেজিরও বেশী কমেছে। মূলত ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোয় চা পাতা আহরণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা বজায় থাকায় গত জানুয়ারিতে দেশটিতে চা উৎপাদন কমে গেছে বলে জানান খাতসংশ্লিষ্টরা। খবর বিজনেস লাইন।
টি বোর্ড অব ইন্ডিয়ার সাম্প্রতিক প্রতিবেদনে জানা যায়, ২০১৮ সালের জানুয়ারি মাসে ভারতের বাগানগুলো থেকে সব মিলিয়ে চা উৎপাদন হয়েছিল ১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার কেজি । চলতি বছরের একই সময়ে এসে দেশটিতে পানীয় পণ্যটির সম্মিলিত উৎপাদন কমে দাঁড়িয়েছে ১ কোটি ৩৯ লাখ ৬০ হাজার কেজিতে। সে হিসাবে এক বছরের ব্যবধানে ভারতে চা উৎপাদন কমেছে ৩৭ লাখ ২০ হাজার কেজি।
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোয় গত জানুয়ারি মাসে কোনো চা উৎপাদন হয়নি। ২০১৮ সালের সেপ্টেম্বরে টি বোর্ড অব ইন্ডিয়ার এক আদেশে ১০ ডিসেম্বর থেকে আসাম, মনিপুর, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, মিজোরাম ও নাগাল্যান্ডের বাগানগুলোয় চা পাতা সংগ্রহ সাময়িক বন্ধ করে দেয়া হয়। একই আদেশে ১৫ ডিসেম্বর থেকে বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, হিমাচল প্রদেশ ও উত্তরখণ্ডের বাগানগুলোয় চা পাতা সংগ্রহ সাময়িক বন্ধ করা হয়। মূলত এসব অঞ্চলের বাগান থেকে নিম্নমানের চায়ের সরবরাহ কমাতে এ আদেশ দেয়া হয়েছিল। পাতা সংগ্রহ বন্ধ থাকায় গত জানুয়ারিতে এ অঞ্চলে চা উৎপাদন শূন্যে নেমে এসেছে।