সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে স্যাফকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৯ ১১:৫৯:৫৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্যাফকো স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ১৮ দশমিক ৭২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৭ কোটি ৬৫ লাখ ২৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫৩ লাখ ৪ হাজার ৬০০ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা রূপালী ব্যাংকের সর্বচ্চ দর বেড়েছে ১১ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৪৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২০ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ১১ লাখ ৩২ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ডাচ-বাংলা ব্যাংকের সর্বচ্চ দর বেড়েছে ১১ দশমিক ৩৮ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১৯৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৬৩ কোটি ৪৭ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৬৯ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিঙ্গার বিডি, ভিএফএস থ্রেড, বিডিকম অনলাইন, কাট্টালি টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস, ফনিক্স ফিন্যান্স ও এসকে ট্রিমস।

সান বিডি/এসকেএস