অবশেষে জাতীয় দলে ফিরলেন মেসি
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৯ ১২:০১:৩৭

বিশ্বকাপের আট মাস পর অবশেষে জাতীয় দলে ফিরলেন লিওনেল মেসি। মার্চের শেষদিকে ভেনিজুয়েলা এবং মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই দুইম্যাচ সামনে রেখে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দলে ফিরেছেন অ্যাঙ্গেল ডি মারিয়াও। তবে ডাকা হয়নি ম্যানচেস্টার সিটির ইনফর্ম স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে। রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয়ার পর আর্জেন্টিনা দল থেকে স্বেচ্ছায় অবসরে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি।
এরপর প্রায় আটমাস জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। মেসির দলে ফেরার ব্যাপারে কোচ স্কালোনি বলেন, ‘বিশ্বকাপটা সবার জন্যই হাতাশার ছিল।
তার (মেসি) জন্য হাতাশাটা একটু বেশি। প্রীতি ম্যাচে সে আমাদের খেলা দেখেছে এবং আমাদের খেলার ধরন তার পছন্দ হয়েছে। আর্জেন্টিনার হয়ে সে আরো একবার চেষ্টা করতে চায়। আমরা তাকে স্বাগত জানাই।’ এর আগে স্প্যানিশ মিডিয়া জানায়, এফসি বার্সেলোনা চায় না আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলুক মেসি। আর গতকাল দল ঘোষণা শেষে এ প্রসঙ্গে আর্জেন্টিনা কোচ স্কালোনি বলেন, সে এক ম্যাচ খেলবে নাকি দুই ম্যাচ- নাকি খেলবে না, এখনও এ সিদ্ধান্ত হয়নি।
এবারের ইংলিশ প্রিমিয়ার লীগে সর্বোচ্চ ১৮ গোলের কৃতিত্ব ম্যানসিটি ফরোয়ার্ড আগুয়েরোর। আর আগুয়েরোকে দলে না রাখা নিয়ে কোচ স্কালোনি বলেন, ‘তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। সে দারুণ ফুটবলার। আগুয়েরোকে পরখ করে দেখার কিছু নেই। অন্য খেলোয়াড়দের আমার দেখতে হবে।’ দলে জায়গা হয়নি চেলসির তারকা ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েনের। ইনজুরির কারণে দলে নেই ইন্টার মিলানের ফরোয়ার্ড মাউরো ইকার্দি। আগামী ২২শে মার্চ অ্যাটলেটিকো মাদ্রিদের ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর চারদিন পর মরক্কোর বিপক্ষে খেলবে আর্জেন্টাইনরা।
আর্জেন্টিনা প্রথমিক দল
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), গঞ্জালো মার্টিনেজ (আটলান্টা ইউনাইটেড), পাওলো দিবালা (জুভেন্টাস) অ্যাঙ্গেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), দারিও বেনেদেত্তো (বোকা জুনিয়র্স), মাতিয়াস সুয়ারেজ (রিভার প্লেট)।
মিডফিল্ডার: লিওনার্দো পারেদেস (প্যারিস সেন্ট জার্মেই), গুইদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), ম্যানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), অ্যাঙ্গেল ডি মারিয়া (প্যারিস সেন্ট জার্মেই), মার্টিজ জারাকো (রেসিং ক্লাব), ইভান মার্কোনি (বোকা জুনিয়র্স), ডোমিঙ্গো ব্লাঙ্কো (ডিফেন্সা জাস্টিসিয়া), রোদ্রিগো ডি পাল (উদিনেস)।
ডিফেন্ডার: জার্মান পিজেল্লা (ফিওরেন্তিনা), গ্যাব্রিয়েল মার্কাদো (সেভিয়া), হুয়ান ফয়েথ (টটেনহ্যাম) নিকোলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি), ওয়াল্টার ক্যানেমান (গ্রেমিও), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনা (স্পোর্টিং লিসবন), গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট) রেঞ্জো সারাভিয়া (রেসিং ক্লাব), লিসান্দ্রো মার্টিনেজ (ডিফেন্সা জাস্টিসিয়া)
গোলরক্ষক: অগাস্টিন মার্চেসিন (ক্লাব আমেরিকা), হুয়ান মুসো (উদিনেস), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












