সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৯ ১৫:২২:১০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম দিন লেনদেন শুরুর আগে প্যারমাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ২১.১০০ টাকায়। আর সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৭.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ১৮.৯৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক শেয়ার দর পতন তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাভার রিফ্রাক্টরিজের ১৫.২০ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ১৪.১৩ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১২.৬০ শতাংশ, আরএকে সিরামিকসের ১২.২৩ শতাংশ, সোনালী আঁশের ১১.১২ শতাংশ, বিডি অটোকার্সের ১১.০১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ১০.৪০ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৯২ শতাংশ কমেছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












