আবারো বাড়লো ভারতীয় পেঁয়াজের দাম
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৯-০৩-১০ ১১:২১:৫৩
ক্রেতাদের কাছে দেশীয় পেঁয়াজের চাহিদা বরাবরই একটু বেশি। আর যে কারণে দিনে দিনে কমছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের চাহিদা। গেল সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে চাহিদার তুলনায় পেঁয়াজ কম আমদানি হওয়ায় আবারও বেড়েছে ভারত থেকে আমদানি করা পেয়াঁজের দাম। তিন দিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে দেড় থেকে ২ টাকা।
সরেজমিনে দেখা গেছে, বন্দরের তিন দিন আগে প্রতি কেজি পেঁয়াজ প্রকার ভেদে ১১ থেকে ১২ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৪ টাকা প্রতি কেজি দরে।
বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা বলেন, বাজারে দেশীয় পেঁয়াজের ব্যাপক চাহিদা রয়েছে । আর যে কারণে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের চাহিদা দেশের বাজারে কমেছে। এছাড়াও আমরা গত মাসের শেষ সপ্তাহে বেশি দামে পেঁয়াজ আমদানি করে আমাদের কম দামে বিক্রি করতে হয়েছে। আর যে কারণে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এসব কারণে ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে দিয়েছি যার ফলে বন্দরের বাজারে পেঁয়াজের দাম একটু বেড়েছে। তবে আমদানি বাড়লে পেঁয়াজের দাম আবারো কমে আসবে।