নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) টাকা শতভাগ ব্যবহার করছে বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আইপিও তহবিলের শতভাগ ব্যবহার করে তারা নতুন যন্ত্রপাতির সেট আপ সফলভাবে বাস্তবায়ন করেছে। এর ফলে বছরে কোম্পানির উৎপাদন সক্ষমতা ১৯ লাখ ৭২ হাজার ৭১ এলবিএস পাউন্ড ক্ষমতা বাড়িয়ে তুলবে। এ প্রকল্প বাস্তবায়নের কারণে বছরে ১২৫ কোটি টাকা রাজস্ব আয়ের পাশাপাশি ২২ কোটি টাকা করপরবর্তী মুনাফা অর্জনে সক্ষম হবে কোম্পানিটি।
নতুন মেশিনটি ইনস্টল করার আগে কোম্পানিটির প্রতি বছর উৎপাদন ক্ষমতা ৪৩ লাখ ৮২ হাজার ৩৮০ এলবিএস পাউন্ড ছিল।নিউ থ্রেড ম্যানুফ্যাকচারিং মেশিনটি কোরিয়ান এবং জার্মানের স্বয়ংক্রিয় ব্র্যান্ড।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ভিএফএস থ্রেড ডাইং। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ২২ কোটি টাকার মূলধন সংগ্রহ করে। বিএসইসি ৬৩৮তম কমিশন সভায় কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করে ২২ কোটি টাকা তুলার অনুমোদর দেয়। এ টাকা দিয়ে কোম্পানিটি প্ল্যান্ট ও মেশিনারিজ ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচে ব্যয় করবে।এজন্য সময়সীমা নির্ধারিত ছিল ২০২০ সালের ৫ মার্চ পর্যন্ত। তবে কোম্পানিটি নির্ধারিত সময়ের ১২ মাস আগেই প্রকল্পের কাজ শেষ করে।
এদিকে, ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি ৬ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা দেয়। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২৮ টাকা। এর আগের বছর একই সময় যা ছিল ২.২৫ টাকা।
এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ২.৭৭ টাকা এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২২.১৮ টাকা।
সান বিডি/এসকেএস